বৈষম্য দূরীকরণে অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে এনটিভি
গত ২২ বছর এনটিভি সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য তুলে ধরার চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে সরকারের বিভিন্ন কারণে হয়তো পারেনি। কিন্তু আমরা জানি তারা আন্তরিক ছিল।
এনটিভি আমাদের দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে দেশে-বিদেশে তুলে ধরার জন্য বিশাল ভূমিকা রেখেছে।
বিভিন্ন সামাজিক বৈষম্য দূর করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার ক্ষেত্রে এনটিভি অতীতে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ভূমিকা রাখবে— এই প্রত্যাশা আমি করছি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির কর্তৃপক্ষ, সাংবাদিক, কলাকুশলীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি