নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান নিয়েছে এনটিভি: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। ২২ বছর শেষ করে এ টেলিভিশন চ্যানেলটি ২৩ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি দর্শকনন্দিত ও জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি, আগামী দিনেও তারা সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশেন ও জনপ্রিয় অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখবে।
আমি এনটিভির শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। একইসঙ্গে এনটিভির সকল কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকদের জন্য রইলো শুভ কামনা।
লেখক : স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার