গরমে কীভাবে মেকআপ করবেন

গরমে খুব তাড়াতাড়ি মেকআপ নষ্ট হয়ে যায়। এর প্রধান কারণ হলো রোদের তীব্রতা, ঘাম আর ত্বক থেকে নিঃসরিত তেল। এটি মেকআপকে দীর্ঘসময় স্থায়ী হতে দেয় না। তাই এই সময়ে মেকআপের ছোট ছোট কিছু বিষয়ে খুবই সচেতন থাকা উচিত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় গরমে কীভাবে মেকআপ করবেন তার কিছু দিক তুলে ধরা হয়েছে। একনজরে জেনে নিন গরমে মেকআপের সময় কোন বিষয়গুলো মনে রাখা দরকার।
• মেকআপ নষ্ট করার পেছনে শুধু ঘামই দায়ী নয়, ত্বকের তেলও এর জন্য দায়ী। গরমের এই সময়টাতে অয়েল কন্ট্রোল ফেসিয়াল ক্লিনজার ও টোনার ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘসময় ভালো থাকবে।
• ফাউন্ডেশন ব্যবহার না করে কনসিলার ব্যবহার করতে পারেন। যদি আপনি মুখে ফাউন্ডেশন ব্যবহার করতেই চান, তাহলে প্রথমে কনসিলার দিয়ে হালকা বেইজ করে পরে মুখে ফাউন্ডেশন ব্যবহার করুন। মনে রাখবেন, গরমে সরাসরি মুখে ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
• সিলিকন বেইজড আইশ্যাডো ব্যবহার করুন। এতে ঘামের কারণে চোখের সাজ নষ্ট না হয়। তবে গরমে যতটা সম্ভব আইশ্যাডো এড়িয়ে চলাই ভালো। আর যদি একান্ত দিতেই হয়, তাহলে হালকা করে লাইট কালারের আইশ্যাডো ব্যবহার করুন।
• আইল্যাশে প্রথমে পাউডার লাগিয়ে নিন। এরপর মাশকারা ব্যবহার করুন। এতে ঘামের কারণে মাশকারা নষ্ট হবে না। এ ছাড়া এতে মাশকারা আইল্যাশে স্থায়ী হয় ভালো। তবে অবশ্যই ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করবেন।
• প্রথমে যদি ঠোঁটে ফাউন্ডেশন দিয়ে বেইজ করে নেন, তাহলে লিপস্টিক দীর্ঘসময় স্থায়ী হবে। তবে লিপগ্লস ব্যবহার না করাই ভালো। এ সময়ে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। দেখতে ভালো লাগবে।