রেসিপি
ঝটপট ঘরে বসে তৈরি করুন বিয়েবাড়ির সবজি

বিয়ে বাড়ির সবজি সবাই পছন্দ করি। বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকি। কেননা বিয়েবাড়ির সবজির স্বাদ ও গন্ধ থাকে একেবারে আলাদা। তাহলে দেরি কেন? ঘরেই হয়ে যাক বিয়েবাড়ির সবজির আয়োজন। আসুন দেখে নেই রেসিপিটি।
উপকরণসমূহ
হাড় ছাড়া মুরগির মাংস (কিউব করে কাঁটা) হাফ কেজি, পেঁয়াজ কিউব আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, কর্ণ ফ্লাওয়ার দুই টেবিল চামচ, পেঁপের পাতলা স্লাইস আধা কাপ, গাজরের পাতলা স্লাইস আধা কাপ, ফুলকপির কুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি পাঁচ-ছয়টি, সয়াসস হাফ টেবিল চামচ, লেবুর রস দুই টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, রসুন, কুচি এক টেবিল চামচ, লবণ স্বাদমমতো, তেল তিন টেবিল চামচ এবং ঘি এক টেবিল চামচ।
তৈরি পদ্ধতি
প্রথমে মুরগির হাড় ছাড়া মাংস সিদ্ধ করে উঠিয়ে নিন। তারপর একটি কড়াইয়ে সব সবজি এক সাথে হাফ সিদ্ধ করে নিন। তবে (খেয়াল রাখবেন, যে সবজি সিদ্ধ হতে সময় বেশি লাগে সেটা আগে সিদ্ধ হতে দিয়ে দিবেন। তারপর পর্যায় ক্রমে বাকি সবজিগুলো সিদ্ধ করে নিবেন)।
এবার একটি ফ্রাই প্যানে তেল ও ঘি দিয়ে মুরগির মাংস ও রসুন কুচি ভেঁজে নিন। ভাজা হয়ে গেলে সব সবজি কড়াইয়ে দিয়ে দিন। এখন একটি বাটিতে কর্ণ ফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিন।
এরপর সবজির কড়াইয়ে গোলমরিচের গুঁড়া, লবণ, সয়াসস ও লেবুর রস বং সব শেষে গুলানো কর্ন ফ্লাওয়ার দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।