টিম মেম্বার নিয়োগ দেবে রকমারি ডটকম

অনলাইনে বই কেনাবেচা প্রতিষ্ঠান রকমারি ডটকম টিম মেম্বার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৭ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগে সাবলীল ও টাইপিংয়ে গতিসম্পন্ন হতে হবে।
কর্মস্থল ও বেতন
নির্বাচিতদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। পদটিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন hrd@rokomari.com ইমেইল ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর ছবি পাঠাতে হবে ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে। এ ছাড়া ইমেইলের বিষয়ে ‘টিম মেম্বার ইন বিজনেস ডেভেলপমেন্ট টিম’ পদবি উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১ জানুয়ারি, ২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম