৭১ জনকে নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১টি শূন্য পদে মোট ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোর মধ্যে স্টোর অফিসার পদে দুজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে ছয়জন, অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদে ১১ জন, স্টোর কিপার পদে একজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১ জন, গাড়ি চালক পদে তিনজন, অফিস সহায়ক পদে ১১ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ১ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন আগামী ১০ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১৫ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :