স্নাতক পাসে নিয়োগ দেবে গ্রাম বিকাশ কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
মার্কেটিং অফিসার
যোগ্যতা
যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস (মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রি) অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিষ্ঠিত কোম্পানি/এনজিওতে কৃষিপণ্য/উপকরণ/চাল বাজারজাতকরণ/অনলাইন মার্কেটিংয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে)। কম্পিউটার চালনায় দক্ষতা (MS word, Excel and PowerPoint, email) এবং নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কর্মস্থল
দিনাজপুর (চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর)
বেতন
মাসিক বেতন থোক ২৫০০০/- টাকা
কোম্পানির সুযোগ-সুবিধাদি
মোবাইল বিল ১৫০০/- টাকা, যাতায়াত/যানবাহন মেরামত ভাতা ১০০০/- টাকা, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতাসহ উদ্যোক্তা/মিলারের পণ্য টার্গেট অনুযায়ী বাজারজাত করতে পারলে আলোচনা সাপেক্ষে উদ্যোক্তা/মিলারের কাছে কমিশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব সনদপত্র, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ, বরাবরে সরাসরি/কুরিয়ার/ই-মেই এ আগামী ১২/০৯/২০২০ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
শুধু বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা ১২ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস