আঁটসাঁট করে চুল বাঁধা কি ঠিক?

চুল বাঁধার ব্যাপারে সারা বিশ্বেই একটি বিষয় ব্যাপকভাবে প্রচলিত। সেটি হচ্ছে, আঁটসাঁট করে বা টাইট করে চুল বাঁধা। আঁটসাঁট করে চুল বাঁধা অনেক মেয়ের কাছে ফ্যাশনের অনুষঙ্গ। আবার অনেক মা তাঁদের মেয়েদের চুল খুব টাইট করে বেঁধে দেন। তাঁদের ধারণা, টাইট করে চুল বাঁধলে চুল লম্বা হয়। কিন্তু ধারণাটি পুরোপুরি ভুল। চুল টেনে তথা টাইট করে বেঁধে লম্বা করার বস্তু নয়। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়।
আঁটসাঁট করে চুল বাঁধলে চুল লম্বা হয় না। চুল আঁটসাঁট করে বাঁধার জন্য বিপত্তিও আছে। আঁটসাঁট করে চুল বাঁধার কারণে গোড়া আলগা হয়ে পড়ে যায়। আর এই চুল পড়ার প্রবণতা, যাদের মাথা তৈলাক্ত এবং যাদের মাথায় খুশকি আছে, তাদের ক্ষেত্রে আরো বেশি। চুল আঁটসাঁট করে বাঁধার কারণে চুল পড়ার এই রোগকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রাকশন অ্যালোপেশিয়া।
আফ্রিকান ও এশিয়ানদের মধ্যে এ ধরনের চুল পড়া বেশি দেখা যায়। কারণ, এ দুই মহাদেশের মেয়েরাই আঁটসাঁট করে চুল বাঁধতে পছন্দ করে। দীর্ঘ সময় ধরে আঁটসাঁট করে চুল বাঁধার কারণে মাথার সম্মুখভাগে টাক দেখা দিতে থাকে। কাজেই চুল বাঁধার আগে সতর্ক হোন। আলগা বাঁধনে চুল বাঁধুন। আলগা রাখুন খোঁপার বাঁধন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।