পিআরপি চিকিৎসা কখন নেওয়া যাবে না?

পিআরপি চিকিৎসা সাধারণত সব ক্ষেত্রে নেওয়া যায়। তবে কয়েকটি সমস্যা থাকলে একটু সতর্ক হয়ে এই চিকিৎসা নিতে হবে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কোন ধরনের রোগ থাকলে রোগীকে আর পিআরপি দেওয়া যাবে না?
উত্তর : আসলে পিআরপি যেকোনো রোগীর ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। অনেক ধরনের বাত আছে, রক্তের মধ্যে ইএসআর অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় আসার পর পিআরপি ব্যবহার করি। যে রোগীর জায়গায় আমি দেব সেখানে যদি কোনো অ্যাকটিভ ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনফেকশন ভালো হওয়ার পর এটি ব্যবহার করি।