পিআরপি ও স্টিম সেল চিকিৎসা কোথায় পাওয়া যায়?

পিআরপি ও স্টিম সেল অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা। শরীরের রক্তের কোষ থেকে বা পেটের চর্বির কোষ নিয়ে এই চিকিৎসা করা হয়। সব চিকিৎসাতেই কিছু জটিলতা হওয়ার আশঙ্কা থাকে। পিআরপি ও স্টিম সেল চিকিৎসায় এ জটিলতা কী হতে পারে?
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানে ২৫৬৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন একজন বিশেষ অতিথি ডা. পিটার লুইস। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল ইন্টারন্যাশনালের ফাউন্ডার এবং মেডিকেল ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
এনটিভি : পিআরপি ও স্টিম সেলে কি কোনো জটিলতা তৈরি করে কী?
ডা. পিটার : পিআরপি শরীরের থেকে নেওয়া প্রাকৃতিক জিনিস। এটা খুব নিরাপদ। এগুলো নিয়ে অনেক বড় বড় গবেষণা হয়েছে। পিআরপি খুবই নিরাপদ।
এনটিভি : এটা কি খুব ব্যয়বহুল?
ডা. পিটার : পিআরপি চিকিৎসা খুব সস্তা অন্যান্য সার্জারির তুলনায়। এমনকি স্টিম সেল একটু ব্যয়বহুল পিআরপির তুলনায়। এটি এখন ঢাকায় করা হয়। এই চিকিৎসা করতে হলে আগে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া যেতে হতো। তবে এখন বাংলাদেশের মানুষ এই ভালো মানের চিকিৎসা পাচ্ছে।
এনটিভি : বাংলাদেশে এর সেন্টার কোথায়?
ডা. পিটার : ঢাকার গুলশানে।
এনটিভি : পিআরপি সম্পর্কে জানতে কি কোনো ওয়েবসাইট রয়েছে?
ডা. পিটার : এ সম্পর্কে অনেক তথ্য রয়েছে। শিওর সেল ডটকম বা শিওর সেল ডটকম ডট ডটবিডি। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এর তথ্য রয়েছে।
এনটিভি : দর্শক আমরা জানতে চেয়েছিলাম, অস্ত্রোপচারের যেমন জটিলতা কিছু হতেই পারে, একইভাবে শরীরের মধ্যে পিআরপি বা স্টিম সেল দিলে কোনো জটিলতা হতে পারে কি না। তিনি বলছিলেন যে শরীরে যেকোনো ইনজেকশন দিলে, যেকোনো চিকিৎসারই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, কিছু জটিলতা যেমন হতেই পারে; সে রকম এটায় জটিলতা নেই এমন বলা যাবে না, তবে এটা খুবই কম। এবং সার্জারির তুলনায় অনেক নিরাপদ। খরচ সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, সেটিও বলছিলেন একজন অস্টিওআর্থ্রাইটিসের রোগীর জয়েন্ট সার্জারিতে যে পরিমাণ খরচ লাগে, সে তুলনায় এর খরচর অনেক কম। তিনি আরো বলছিলেন যে বাংলাদেশে যে শিওর সেল নামে প্রতিষ্ঠান আছে, এর মাধ্যমে তিনি আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং তারা চিকিৎসাসেবা দিচ্ছে। সেটি গুলশানে অবস্থিত। এদের ওয়েবসাইট আছে। এর ঠিকানাও তিনি বলেছেন। সেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এ বিষয়ে বিস্তারিত বলা আছে।