কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?

কোলোরেক্টাল ক্যানসারের লক্ষণ সাধারণত রোগ অগ্রবর্তী পর্যায়ে প্রকাশ পায়।এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৬২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সালমা সুলতানা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একজন মানুষ এই ক্যানসারে আক্রান্ত হলে কীভাবে বুঝতে পারবে?
উত্তর : ডান দিক ও বাম দিকের কোলোনের লক্ষণ সম্পূর্ণ আলাদা। যেমন ডান দিকের কোলনে যদি কোনো ক্যানসার হয়, এর প্রাথমিক পর্যায়ে কিন্তু তেমন কোনো লক্ষণ থাকে না। শুধু একটু দুর্বলতা থাকে। খাওয়ায় অরুচি থাকে। অথবা দেখা যায় সবই ঠিক আছে, তবে রোগীর রক্তশূন্যতা হয়ে যাচ্ছে। আবার হয়তো কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা-নীরিক্ষা করা উচিত। এটা একটা কারণ। আর যদি কোলনের বাম দিকে হয়, তখন প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ প্রকাশ পায়। দেখা যায় পায়খানা বা মলের সাথে রক্তক্ষরণ – এটি একটি বড় লক্ষণ। আবার পায়খানা ত্যাগের যে অভ্যাস সেটা হয়তো পরিবর্তন হলো। একজন মানুষের হয়তো সকালে মল ত্যাগের অভ্যাস ছিল, দেখা গেল তার পরিমাণটা বেড়ে গেল। কিছু দিন শক্ত পায়খানা হচ্ছে আবার কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে, অথবা আম মেশানো পায়খানা বারে বারে হচ্ছে কোনো কারণ ছাড়াই। এটি বাম দিকের কোলন ক্যানসারের একটি লক্ষণ।
আবার যদি মলদ্বারের কাছাকাছি হয়, গভীর পেলভিক ব্যথা বা পায়খানার রাস্তার ওখানে ব্যথা থাকে। এর সাথে খাওয়ার অরুচি, ওজন কমে যাওয়া-সবই থাকে। এগুলো প্রাথমিক পর্যায়। আর ক্যানসারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যায়। যদি দেখা যায় যে অন্য কোথাও ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি লিভারে যায়, অনেক সময় জন্ডিস নিয়ে আসে। লিভারটা বড় হয়ে আসে। কাশির সাথে রক্তক্ষরণ হয়।