‘মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি’— এই চিকিৎসার ভিত্তি কী?

অনেক সময় স্থূলতা কমানোর জন্য বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখা যায়। এসব চিকিৎসার ভিত্তি আদৌ কি আছে? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৯৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবদুস ছাত্তার সরকার। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আগে আমরা দেখতাম ‘চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি’ এমন বিজ্ঞাপন। এখন আমরা দেখি ‘মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি’। এই জাতীয় চিকিৎসার ভিত্তি কতখানি?
উত্তর : আসলে এখন প্রচলিত অনেক চিকিৎসার মধ্যে হচ্ছে, চর্বি কমিয়ে দেব। লাইপোসাকশন বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত আছে। এটা বিজ্ঞানসম্মত বটে কিছু কিছু ক্ষেত্রে, তবে এর খরচ খুবই বেশি। ইউনিফরমালি ওজন কমাবে, এটা অনেক ক্ষেত্রে হয় না। তিন নম্বর হলো এটি মেনে চলতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে বাজে অবস্থাও হতে পারে রোগীর। আমি মনে করি, এসব চিকিৎসা নেওয়ার আগে আপনি অবশ্যই যাচাই-বাছাই করে নেবেন।
আরেকটি বিষয় আছে, সার্জারি। দুজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন—আদনান সামি ও ম্যারাডোনা। তাঁরা খুব মুটিয়ে যাওয়া মানুষ, তবে সেখান থেকে তাঁরা পুরোই বদলে গেছেন। ওনাদের ক্ষেত্রে সার্জারির কিছু ভূমিকা আছে। পাকস্থলী কমিয়ে দেওয়ার বিষয় রয়েছে।