উচ্চ রক্তচাপ কোন বয়সে বেশি হয়?

উচ্চ রক্তচাপ র্ব্তমানে একটি প্রচলিত সমস্যা। কোন বয়সে বিষয়টি বেশি হয়—এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৯২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এম তৌহিদুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের ব্যাপার আছে কি?
উত্তর : সাধারণত দেখা গেছে পঞ্চাশের ওপরে হয়ে গেলে উচ্চ রক্তচাপ আসে। বাবা-মা ভুগছেন, তাদের ক্ষেত্রে যেকোনো সময় আসতে পারে। আগেও আসতে পারে। অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, বাচ্চা হয়ে গেছে, মা আবার সুস্থ হয়ে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু আবার উচ্চ রক্তচাপ আসতে পারে। আর বয়সের কারণে হতে পারে। মনে করেন যে ৭০-৮০ বছর বয়সের সময় একটি উচ্চ রক্তচাপ পাওয়া যায়, কেবল ওপরের রক্তচাপটি বেড়ে যায়। আর অনেক সময় দেখি সেটা যেকোনো বয়সে হতে পারে। সিস্টোলিকও বাড়ে, ডায়াস্টোলিকও বাড়ে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে।