মস্তিষ্কের টিউমার কতটা ক্ষতিকর?

মস্তিষ্কের টিউমার নিয়ে অনেকে আতঙ্কিত থাকে। এটি আসলে কতটা ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ?এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৭৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মোহাম্মদ হোসেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মস্তিষ্কের টিউমার হলে অনেকে ভাবেন আমি শেষ। আসলে মস্তিষ্কের টিউমারের ক্ষেত্রে কী এত আতঙ্কিত হওয়ার দরকার আছে?
উত্তর : আগে এ দেশে মস্তিষ্কের টিউমারের সার্জারি অতটা হতো না। স্বাভাবিকভাবে বেশির ভাগ মানুষই মস্তিষ্কের টিউমার হলে যারা দেশের বাইরে যেতে পারতেন না, তারা হয়তো বিনা চিকিৎসায় মারা যেতেন। তবে এখন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশের নিউরোসার্জনরা বিদেশে গিয়ে অনেক দক্ষতা অর্জন করেছেন। বাংলাদেশের অনেক হাসপাতালে মস্তিষ্কের টিউমারের সার্জারি হয়। টিউমারকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটি বিনাইন, আরেকটি ম্যালিগনেন্ট। বিনাইন কম ক্ষতিকর টিউমার, ক্যানসার নয়। তবে ম্যালিগনেন্ট হলো ক্যানসার। মস্তিষ্কের ক্ষেত্রে বিনাইন টিউমার হলে অস্ত্রোপচার করলে ভালো হয়ে যায়।
আর ক্যানসারের ক্ষেত্রে এটি জটিলতম। একে সম্পূর্ণ নিরাময় করা যায় না। অস্ত্রোপচার করার পর একে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। তবে মস্তিষ্কের টিউমারের ক্ষেত্রে আসলে বেশির ভাগ টিউমারই ম্যালিগনেন্ট। বিনাইন টিউমারের ক্ষেত্রে ভালো সার্জন দিয়ে, ভালো হাসপাতালে অস্ত্রোপচার করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়।