জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খাবেন?

অনেকেই জ্বর হলে অ্যান্টিবায়োটিক খান। বিষয়টি ঠিক কি না—এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৭০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মহিউদ্দিন আহম্মেদ। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও আইসিইউ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। এই যে চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এটি কতটা ক্ষতিকর হতে পারে? এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
উত্তর : এটি তো খুবই ক্ষতিকর একটি বিষয়। সারা বিশ্বেই এই সমস্যা নিয়ে সবাই হিমশিম খাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স বলি আমরা। আসলে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে—এটি পুরোপুরি ভুল ধারণা। কারণ জ্বরের বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাইরাল ফিভার। এটি নিজে নিজেই ভালো হয়ে যায়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেগুলো, সেসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া আসলে কোনোভাবেই ঠিক নয়।
প্রশ্ন : ঠিক না কেন? খেলে ক্ষতি কী?
উত্তর : অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স হলো অন্যতম একটি কারণ। আমরা দেখছি এখন সাধারণ যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো সংক্রমণেও কাজ করছে না। আরো একটি বিষয় থাকে দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেকে না বুঝেই হয়তো অ্যান্টিবায়োটিক শুরু করে দিল, পরের দিনই দেখা গেল যে জ্বরটা সেরে গেল। দুদিন পরেই সে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিল। এটিই সচরাচর বেশি দেখা যায়। আবার পেট খারাপ হলেও যেমন অনেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, যত দিন খাওয়া দরকার না খেয়ে বন্ধ করে দেয়, সব মিলিয়েই আসলে রেজিসটেন্স হচ্ছে। এর বাইরেও রেজিসটেন্সের আরো অনেক কারণ রয়েছে।