বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ
শিশুকে সুস্থ রাখতে বুকের দুধ পান করান

‘বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ’ শুরু হয়েছে। ১ থেকে ৭ আগস্ট সারা বিশ্বের ১২০টি দেশে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হলো মাতৃদুগ্ধ পানকে উৎসাহিত করা এবং মাতৃদুগ্ধ পানের উপকারিতার বিষয়ে মানুষকে সচেতন করা।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
শিশু জন্মের পর ছয় মাস পর্যন্ত কেবল বুকের দুধ খাওয়ানো উচিত। বুকের দুধ অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করে।
মাতৃদুগ্ধের মধ্যে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি। এটি শিশু ভালোভাবে হজম করতে পারে।
মাতৃদুগ্ধের মধ্যে রয়েছে কিছু অ্যান্টিবায়োটিক উপাদান। এটি শিশুকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে সুরক্ষা দেয়।
কিছু গবেষণায় বলা হয়, মাতৃদুগ্ধ পান মায়ের স্তন ক্যানসার ও জরায়ুর ক্যানসার প্রতিরোধে কাজ করে। এটি শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে কাজ করে। আরেকটি গবেষণায় বলা হয়, বুকের দুধ পান করালে মায়ের ওজন বাড়ার আশঙ্কা কমে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়।
এ ছাড়া বুকের দুধ পান করালে মায়ের ক্ষেত্রে প্রসব-পরবর্তী জটিলতা অনেক কমে। এটি মায়ের শরীরে ঋতুস্রাবের চক্রকে ঠিক রাখতে সাহায্য করে। বুকের দুধ পান করালে গর্ভকালীন ধকল থেকে মায়ের জরায়ু দ্রুত সুস্থ হয়ে ওঠে। এটি মা ও শিশুর মধ্যে ইতিবাচক বোধ তৈরিতে সাহায্য করে।