শসা, ডাল কি বলিরেখা কমায়?

বলিরেখা কমানোর জন্য অনেকে শসা, ডাল ইত্যাদি বিভিন্ন উপাদান ব্যবহার করে। আসলে কি এগুলো কার্যকর-এই বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪৩৬তম পর্বে কথা বলেছেন অধ্যাপক নাজমুল করিম মানিক। বর্তমানে তিনি সুমনা হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : অনেকের সময়ের আগেই বলিরেখা পড়ে যায়। তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কীরকম হওয়া উচিত?
উত্তর : আমাদের দেশে যেমন অনেকেই বিভিন্ন ধরনের কুসংস্কারে ভোগে, অনেকে দেখবেন শসা, শসার ভেতর কোলাজেন থাকে, এরপর বিভিন্ন ধরনের ডাল, দুধের সর এটা ওটা বিভিন্ন ধরনের জিনিস মাখতে বলে। আসলে এগুলোর কোনো উপকারিতা নেই। একজন মানুষের ত্বকের ওপরই বিষয়টি নির্ভর করে। তার ত্বকের কোলাজেন কি আগেই নষ্ট হয়ে যাবে, না কি একটু দেরিতে নষ্ট হবে।
প্রশ্ন : বিশেষ কোনো যত্নের কি এখানে কোনো বিষয় আছে?
উত্তর : বিশেষ কোনো যত্নের এখানে তেমন বিষয় নেই। এটা অনেকটা আল্লাহ প্রদত্ত। একটা মানুষের ত্বকে কি আগেই বলিরেখা দেখা যাবে, নাকি পরে দেখা দেবে। দেখা গেলে প্রথম দিকেই যদি সে চিকিৎসা নেয় তাহলে ভালো থাকতে পারে। কিছু কিছু চিকিৎসা আছে যেমন মাইক্রোডার্মাবেশন, এগুলো করলে মুছে দেওয়া যায়। অথবা কেমিক্যাল পিলিং আছে। এটি করলেও বলিরেখাগুলোকে দূর করে দেওয়া যায়। এতে তার ত্বকের বয়সটাকে ধরে রাখতে পারে।