ক্যানসার নিয়ে চার ভুল!

ক্যানসার বেশ জটিল রোগ। আর এই রোগটি নিয়ে ভুল ধারণার কোনো শেষ নেই। ক্যানসার ছোঁয়াচে, চিকিৎসায় এটি ভালো হয় না– এ রকম অনেক ধারণা রয়েছে ক্যানসার নিয়ে। সেগুলো আসলে কতটুকু ঠিক? ক্যানসার সম্বন্ধে এমনই কিছু ভুল ধারণার কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট।
১. ক্যানসার একজন থেকে অন্যজনে ছড়ায়
ক্যানসার ছোঁয়াচে রোগ নয়। এটি সাধারণ হাচি কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় না।
২. বংশে একজনের থাকলে অন্যজনের হতে পারে
হ্যাঁ, এটা কিছুটা ঠিক। যেমন পরিবার কারো যদি স্তন ক্যানসার থাকে, তাহলে পরবর্তী প্রজন্মের স্তন পরীক্ষা করা জরুরি। তবে এতে ভয়ের কিছু নেই। রোগটি যে হবেই তা কিন্তু নয়।
৩. ক্যানসার রোধ করা যায় না
অনেকেই ভাবেন ক্যানসার এমন একটি বিষয় যা হয়ে যায়; একে রোধ করা যায় না। আসলে ক্যানসারকে ৫০ ভাগ প্রতিরোধ করা যায়। বিশেষজ্ঞরা বলনে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাপন ক্যানসার প্রতিরোধ করতে পারে।
৪. ক্যানসারের চিকিৎসা শরীরের ক্ষতি করে
ক্যানসার খুব বেড়ে গেলে সার্জারি, ক্যামোথেরাপি, রেডিওথেরাপির কারণে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এগুলো ছাড়া তো ক্যান্সারের চিকিৎসা সম্ভব হয় না। তবে এটা ঠিক যে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে থেরাপির পরিমাণ কম হয়।