শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয়

শিশুদের ডায়রিয়া একটি প্রচলিত সমস্যা। কিছু বিষয় খেয়াল রাখলে শিশুদের ডায়রিয়া প্রতিরোধ করা যায়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪২৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রিয়াজ মোহাম্মদ। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ অ্যান্ড আইসুলেশন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন: শিশুদের ডায়রিয়া প্রতিরোধে অভিভাবকদের করণীয় কী?
উত্তর : এখনকার ডায়রিয়াগুলো পানিবাহিত, খাবারবাহিত ডায়রিয়া। সুতরাং খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব ভালোভাবে মেনে চলতে হবে। দেখতে হবে যে খাবারটা ঠিক আছে কি না। বাচ্চাদের যে খাবারটা আমরা দেব, সেটার মধ্যে কোনো রোগজীবাণু আক্রান্ত হলো কি না।
মায়েদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন থাকতে হবে। মায়েদের হাত ধোয়া, নখ ঠিকমতো কাটা এই ধরনের জিনিসগুলোর প্রতি খুব ভালোভাবে যত্নশীল হতে হবে। আমরা বেসিনের পানি দিয়ে বাসনটা ধুয়ে নিই। তবে বেসিনের পানি কতটা নিরাপদ। একে আবার ফোটানো পানি দিয়ে ধুতে হবে। এই সব বিষয়ে আমাদের খুব যত্নবান হতে হবে।
বাচ্চারা অনেক সময় অস্বাস্থ্যকর জিনিস ধরে। মাটিতে পড়ে থাকা কোনো জিনিস নিয়ে মুখে দিল। সেগুলোর দিকেও আমাদের একটু নজর দিতে হবে। বাচ্চার নখও যেন সময়মতো কাটা হয় এবং সেগুলোতে যেন ময়লা না জমে।