রোজায় স্বাস্থ্য
রোজায় কি দাঁত তোলা যায়?

রোজার সময় অনেকে মুখের বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসা নিতে ভয় পান। ভয়, পাছে রোজা ভেঙে যায়! রোজায় মুখের সমস্যা কীভাবে চিকিৎসা নিতে হবে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪২১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক মো. মুজিবুর রহমান হাওলাদার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটি ডেন্টিস্টি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : রোজার সময় দাঁতের অনেক রোগ নিয়ে রোগীরা চিকিৎসকের কাছে যান না। একটু ভীত থাকেন। ভাবেন, রোজা শেষে যাবেন। আপনি সে বিষয়ে কী বলবেন?
উত্তর : আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকের মধ্যে সীমাবদ্ধতা কাজ করে আমি বলব। স্যালাইন বা এ রকম কিছু দেওয়া ছাড়া মোটামুটি যেকোনো চিকিৎসাই কিন্তু রোজা রেখে করা যাবে। এমনকি দাঁত তোলাও যাবে। ইসলাম ধর্ম সম্পর্কে যাঁরা ভালো জ্ঞান রাখেন, তাঁদের থেকে আমরা এই বিষয়গুলো জেনে নিয়েছি। আপনি দেখবেন যে প্রতিটি হাসপাতালে রমজানে রোগীর সংখ্যা কিন্তু কমেনি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মেডিকেল কলেজ বলেন বা অন্যান্য ডেন্টাল কলেজ বলেন, সব জায়গায় কিন্তু রোগীর কমতি নেই।
রোজার সময় বিশেষ একটি সমস্যা দেখা যায়। অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে। দীর্ঘ সময়ে না খেয়ে থাকার কারণে হেলিটসিস বা মুখে একটা দুর্গন্ধ ধরনের হয়। কিন্তু যদি পরিষ্কার ঠিকমতো করা যায় ইফতারের পরে আর সেহরির পরে, তাহলে আর এই আশঙ্কা থাকে না।
আর চিকিৎসার ক্ষেত্রে ভয়ভীতির কোনো কারণ নেই। যেকোনো চিকিৎসা করা যায়। শুধু এমন কোনো সার্জারি ছাড়া, যেটা গড়িয়ে রক্ত পড়লে রোজা ক্ষতিগ্রস্ত হতে পারে। অথবা কোনো বড় সার্জারি রোজায় করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে।