সার্জারির পরও কি নাকের পলিপ হওয়ার আশঙ্কা থাকে?

অনেকে ভাবেন নাকের পলিপে চিকিৎসা করা হলেও আবার সমস্যাটি হতে পারে। বিষয়টি কি ঠিক?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৮৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আব্দুল্লাহ। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ ও বাংলাদেশ ইএনটি হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : প্রচলিত একটি ধারণা রয়েছে, একবার পলিপ অস্ত্রোপচার করলে বারবার সেটি ফিরে আসে। এই বিষয়টি কি সঠিক?
উত্তর : এনট্রোকোনাল পলিপ সাধারণত আর হওয়ার আশঙ্কা নেই, ভেতর থেকে যদি একটি পুরো পলিপ বের করে দেওয়া যায়। ভালোভাবে যদি সার্জারি করা হয় তাহলে এনট্রোকোনাল পলিপ সাধারণত আর হওয়ার আশঙ্কা থাকে না। কারণ এটি একটিই। এনট্রোকনাল পলিপের সংক্রমণ যদি আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারি, যে কারণে হচ্ছে সেটা যদি বন্ধ করে দিতে পারি, তাহলে আর হওয়ার আশঙ্কা নেই।
ইটময়রাল পলিপের ক্ষেত্রে অনেকগুলো কোষ থেকে পলিপ অনেকগুলো হয়। চোখ ও মস্তিষ্কের সংযোগের পাশে পলিপের উৎপত্তি স্থান অনেক সময় থাকে। যে জায়গা থেকে আমরা ঘ্রাণ নিই, সেখান থেকেও পলিপের কখনো কখনো উৎপত্তি হয়। অস্ত্রোপচারের সময় এই স্পর্শকাতর জায়গাগুলো অনেক সময় আমাদের এড়িয়ে গিয়ে চলতে হয়। তা না হলে দেখা যাবে সেখানে জটিলতা হওয়ার আশঙ্কা থাকবে। এই পলিপ বের করতে গিয়ে চোখের ক্ষতি হয়ে যেতে পারে বা ঘ্রাণশক্তির সমস্যা হতে পারে। পাতলা হাড় যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সংক্রমণ মস্তিষ্কে চলে যেতে পারে। সুতরাং এই সমস্ত জিনিস বিবেচনায় রেখে কিছু কিছু ক্ষেত্রে সমঝোতার সার্জারি করা হয়। সেই ক্ষেত্রে আশঙ্কা থাকে ইটময়রাল পলিপ আবার হওয়ার।
এই পলিপ আবার হওয়ার আরেকটি কারণ থাকে, যেহেতু অ্যালার্জি এর কারণ, আমরা যদি পরে অ্যালার্জির চিকিৎসা ঠিকমতো না নেই, তাহলে এটি আবার হওয়ার আশঙ্কা থাকে। অ্যালার্জি নিরাময়যোগ্য চিকিৎসা নয়। এর জন্য চিকিৎসা যেটা দেওয়া হবে সেটা মেনে চলতে হবে। গ্রহণ করতে হবে। তাহলেই আবার হওয়ার আশঙ্কা থাকবে না।