স্তন ক্যানসারের ১১ লক্ষণ

নারীদের খুব প্রচলিত একটি রোগ স্তন ক্যানসার। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে স্তন ক্যানসারের চিকিৎসা করে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। স্তন ক্যানসার নির্ণয় করতে এর লক্ষণগুলো জানা খুব জরুরি।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম ও হেলথ লাইন জানিয়েছে স্তন ক্যানসারের কিছু ভীতিকর লক্ষণের কথা। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
১. মোল, স্তনে গুটি বা চাকা ভাব হওয়া। মোল সাধারণত ত্বকের ক্যানসারের ক্ষেত্রে হয়। তবে এটি স্তন ক্যানসারের বেলায়ও হয়। যাঁদের স্তনে মোল রয়েছে, তাঁদের ৩১ শতাংশ নারী স্তন ক্যানসারের ঝুঁকিতে থাকে। এ ছাড়া স্তনে ছোট ছোট চাকা ভাব হলেও সতর্ক হওয়া জরুরি।
২. স্তনের বোঁটায় পরিবর্তন।
৩. ঋতুস্রাব হয়ে যাওয়ার পরও স্তন ব্যথা হওয়া।
৪. স্তন থেকে পানির মতো বের হওয়া। এর রং হতে পারে লাল, পরিষ্কার, বাদামি, হলুদ।
৫. স্তনের মধ্যে লাল ভাব, ফোলা ভাব, ত্বকে অস্বস্তি, চুলকানি, র্যাশ ইত্যাদি হওয়া।
৬. একটি স্তন বেশি বড় হয়ে যাওয়া।
৭. হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া।
৮. স্তনের শিরা ফুলে যাওয়া।
৯. স্তনের ত্বক কমলালেবুর খোসার মতো মনে হওয়া।
১০. স্তনের আকার-আকৃতি ও রঙের পরিবর্তন হওয়া।
১১. স্তনের বোঁটা একই সমতল রেখায় না থাকা বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া।