দাঁত তুললে কি চোখের সমস্যা হয়?

বিভিন্ন কারণে দাঁত ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন এবং সংগত কারণে প্রশ্ন করেন, দাঁত তুললে কি চোখের কোনো সমস্যা হবে? আর সে দাঁত যদি হয় ওপরের মাড়ির, তাহলে তো আর কথাই নেই, এ ধরনের প্রশ্ন হবেই।
আমরা রোগীকে আশ্বস্ত করি যে বিষয়টি এমন নয়। যেসব কারণে দাঁত ফেলে দিতে হয়, তার মধ্যে প্রদাহ রোগটি অন্যতম। ওপরের মাড়ির দাঁতে যদি এই প্রদাহ হয়, তাহলে ব্যথাটি অতিদ্রুত চোখের দিকে ছড়িয়ে পড়ে। এটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যথা দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা, সে পাশে চোখের দিকে। এ জন্য অনেকেই মনে করেন, দাঁতের সঙ্গে চোখের সম্পর্ক আছে।
তা ছাড়া ওপরের মাড়ির দাঁতের গোড়াগুলো চোখের কাছাকাছি থাকার কারণে এটি রোগীদের ভাবায়। দাঁত ও চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বিদ্যমান। এদের স্নায়ুপ্রবাহ ও রক্তপ্রবাহ দুটিই আলাদা। চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক ও ল্যাক্রিমাল আর্টারির মাধ্যমে।
অন্যদিকে, ওপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ হলো অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে থাকে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ। তাই চিকিৎসার প্রয়োজনে দাঁত তুললে চোখের সমস্যা হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই।
লেখক : দন্ত্য চিকিৎসক