বাকপ্রতিবন্ধীরা কথা বলতে পারবেন ৫০ রুপিতে!

গলার ক্যানসারের কারণে যারা কথা বলার শক্তি হারিয়েছেন তাঁরা আবার কথা বলতে পারবেন। আর এর জন্য দামি কোনো যন্ত্র কেনার প্রয়োজন পড়বে না। ভারতের বেঙ্গালুরুর একজন অনকোলজিস্ট আবিষ্কার করেছেন নতুন একটি ‘ভয়েস প্রোসথেসিস’, যার দাম পড়বে মাত্র ৫০ রুপি। ডিভাইসটির ওজন মাত্র ২৫ গ্রাম। এই ডিভাইসটিকে দরিদ্রদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে।
এইচসিজি ক্যানসার কেয়ারের অনকোলজিস্ট ও হেড অ্যান্ড নেক সার্জন ডা. বিশাল রাও বলেন, ‘আগে যে যন্ত্রগুলো ব্যবহার করা হতো সেগুলোর অনেক দাম ছিল, প্রায় ২০ হাজার রুপি। এই খরচ দরিদ্র রোগীদের জন্য বহন করা কঠিন। আসলে আমি এমন একটি জিনিস বানাতে চেয়েছি, যেটি তাদের কথা বলার ক্ষমতাকে পুনরায় ফিরিয়ে দেবে এবং যার খরচ হাতের নাগালের মধ্যে থাকবে।’
নতুন এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে ‘ওম ভয়েস প্রোসথেসিস’। ডা. বিশাল রাও আরো বলেন,‘এ রকম নাম দেওয়ার কারণ, ওম শব্দটি মহাবিশ্বে অনুরণিত শব্দ হিসেবে বিবেচিত হয়। আসলে কথা বলার শক্তি ফিরে পাওয়া নতুন করে জন্মানোর মতোই একটি বিষয়। এই ডিভাইস আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে।’
ডিভাইসটি শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না বলেও নিশ্চিত করেন ড. বিশাল রাও।