নিয়মিত পুলক ঠেকায় প্রোস্টেট ক্যানসার!

যেসব পুরুষ প্রতিদিন অত্যন্ত একবার যৌনপুলক (অর্গ্যাজম) লাভ করেন, তাঁদের প্রোস্টেট ক্যানসারের (মূত্রথলির ক্যানসার) ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম থাকে। সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষণার ফলাফলে বলা হয়েছে, যেসব পুরুষ মাসে ২১ বারের বেশি যৌনসুখ ভোগ করেন তাদের প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি ২২ শতাংশ কমে যায়।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪০ থেকে ৪৯ বছর বয়সী ৩২ হাজার পুরুষের ওপর ১৮ বছর ধরে গবেষণাটি পরিচালনা করে হার্ভার্ড মেডিকেল স্কুল।
তবে প্রতিদিন যৌনপুলকের অভ্যাস কীভাবে প্রোস্টেট ক্যানসার প্রতিহত করতে সাহায্য করে -এর ব্যাখ্যা দেওয়া হয়নি গবেষণায়। কেবল গবেষণার ফলাফল সম্পর্কেই জানিয়েছেন গবেষকরা।
হার্ভার্ড মেডিকেল স্কুলের ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন্স হসপিটালের গবেষক জেনিফার রাইডার বলেন, ‘এই গবেষণায় মূলত পুরুষদের প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে অর্গ্যাজম কতটা কার্যকরী সে বিষয়ে বলা হয়েছে। এটি একটি পর্যবেক্ষণ সংক্রান্ত তত্ত্ব এবং এর ব্যাখ্যার ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন।’
জেনিফার রাইডার আরো বলেন, ‘পাশাপাশি এই গবেষণায় প্রোস্টেট ক্যানসারের অন্যান্য সংশোধনযোগ্য ঝুঁকিগুলোর কথাও বলা জরুরি। এটি এই গবেষণার ফলাফলকে আরো উৎসাহ দেবে।’
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড ইন্টারন্যাশনালের ২০১২ এর তথ্য মতে, তখন পর্যন্ত সারা বিশ্বে ১১ লাখ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ শতাংশই পুরুষ।