মুখের ঘাম কমাতে চান?

ঘাম একটু বেশি হওয়া গরমের সময় স্বাভাবিক। তবে যখন এটি মুখে হয়, এর প্রভাব সৌন্দর্যের ওপর পড়ে। বেশি ঘাম ত্বককে চকচকে ও তৈলাক্ত করে তোলে। আর এটি দেখতে মোটেও সুখকর নয়। মুখের অতিরিক্ত ঘাম কমাতে কিছু বিষয় জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. ঠান্ডা পানি দিয়ে মুখ ধোন
ঘাম দূর করতে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। গরমের সময় এই অভ্যাস মুখের অতিরিক্ত ঘাম কমাতে সাহায্য করবে।
২. ট্যালকম পাউডার
ট্যালকম পাউডার শোষকের কাজ করে। এটি মুখের অতিরিক্ত ঘাম কমায়। গরমে ঘামের অস্বস্তি কমাতে মুখে সামান্য পাউডার ঘষে লাগান।
৩. বরফ ব্যবহার
একটি পাতলা কাপড়ের মধ্যে আইস কিউব নিয়ে কয়েক মিনিট মুখের মধ্যে লাগান। এ পদ্ধতি মুখের ছিদ্রকে বন্ধ করে এবং খুব ভালোভাবে ঘাম প্রতিরোধ করে।
৪. শসার জুস
অতিরিক্ত ঘাম কমাতে সামান্য পরিমাণ শসার জুস সারা রাত মুখে মেখে রাখুন। এ পদ্ধতি গরমের সময় মুখের অতিরিক্ত ঘাম হওয়া কমাবে।
৫. তেলসমৃদ্ধ ত্বকের পণ্য এড়িয়ে চলুন
তেলসমৃদ্ধ ক্রিম, মেকআপ ইত্যাদি মুখের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা বাড়িয়ে তোলে। ত্বকের এই পণ্য ছিদ্রকে ব্লক করে দিতে পারে এবং ময়লা তৈরি করতে পারে। এতে মুখে বেশি ঘাম হয়। তাই গরমের সময় এ ধরনের পণ্য এড়িয়ে চলুন।
৬. মেকআপ কম করুন
গরমের সময়টায় মেকআপ একটু কম ব্যবহারের চেষ্টা করুন। হালকা মেকআপ ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করবে।