কান পাকা রোগের চিকিৎসায় কী করবেন?

কানপাকা রোগের চিকিৎসা দ্রুত করা জরুরি। নয়তো এ থেকে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। কান পাকার চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৬৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. জাহীর আল আমীন। বর্তমানে তিনি বারডেম ও ইম্পালস হাসপাতালে ইএনটি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসার ক্ষেত্রে আপনারা কী করে থাকেন?
উত্তর : টনসিল, অ্যাডিনয়েডের জন্য কান পাকে। তাই বারবার করে সর্দি-কাশি হওয়াকে প্রতিরোধ করতে হবে। আর যদি দেখা যায় কানের পর্দা ফুটো হয়েই গেছে, তাহলে আপনাকে অস্ত্রোপচারে যেতে হবে। তবে ছোট ফুটো থাকলে, অনেক সময় কান শুকনো রাখলে সর্দি-কাশি কমিয়ে ফেললে ছোট ফুটো এমনিতেই ভালো হয়ে যাবে। তবে বড় ফুটো থাকলে অস্ত্রোপচার করতে হবে। ডেনজারাস ভ্যারাইটি যেটি আছে, সেটি অস্ত্রোপচার করতে হবে। একদম দেরি করার সুযোগ নেই।