তরুণদের উচ্চ রক্তচাপ হয় কেন?

এখন কেবল প্রবীণদের নয়, তরুণদেরও উচ্চ রক্তচাপের সমস্যা হতে দেখা যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৫০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. আবুল বাশার। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এখন কিন্তু আমরা তরুণদের মধ্যেও দেখি। এর কারণ কী?
উত্তর : তরুণদেরও হতে পারে উচ্চ রক্তচাপ। তবে তরুণদের উচ্চ রক্তচাপ সাধারণত সুনির্দিষ্ট কারণের জন্য হয়। অনেক সময় দীর্ঘদিন যদি কোনো ওষুধ নেয়, কিডনিতে প্রদাহ হয় অথবা কোনো এন্ডোক্রাইন রোগ থাকে, অথবা যদি জন্মগত কোনো সমস্যা থাকে, তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। কিন্তু সাধারণত এটি বয়স্কদেরই বেশি হয়। সেখানে অনেক বিষয় কাজ করে। সুনির্দিষ্টভাবে আমরা কোনো কারণ জানি না। তবে পরিবারের সঙ্গে একটি বিরাট সম্পর্ক থাকে।