শিশুর ডায়রিয়া প্রতিরোধে কী করবেন?

বড়দের তুলনায় শিশুদের বেশি ডায়রিয়া হয়। শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০১তম পর্বে কথা বলেছেন ডা. কবির হোসেন। বর্তমানে তিনি আর পি মেডিকেলের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের ডায়রিয়া প্রতিরোধে করণীয় কী?
উত্তর : ঘরে প্রাথমিকভাবে মায়েদের একটু সচেতন হতে হবে। কারণ, বাচ্চাদের সেবাটা মূলত মা করেন। বাচ্চাদের খাবার তৈরির সময় মায়েদের খেয়াল রাখতে হবে যে হাত ধুয়ে খাবার তৈরি করবেন। খাবার যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, সেদিকে খেয়াল রাখবেন। কখনোই গৃহপরিচারিকা বা যারা খাবার তৈরি করতে পারে না, তাদের দিয়ে খাবার তৈরি করবেন না। আর যদি তৈরি করাতে হয়,ম তাহলে তাদের প্রশিক্ষণ দিতে হবে। সবাই যদি সচেতন হয়, তাহলে অনেকাংশেই ডায়রিয়া থেকে মুক্তি পাবে।
প্রশ্ন : ডায়রিয়া যেন জটিল অবস্থায় না যায়, সে বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : আসলে ডায়রিয়া যখন হয়, একটি জীবাণু তো শরীরে ঢোকে। বাচ্চারা যেসব খেলনা দিয়ে খেলে অথবা বাইরের খাবারগুলো খায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঝুঁকিপূর্ণ খাবার থেকে দূরে রাখতে হবে। মা-বাবা সচেতন হলে অনেকাংশে বাচ্চাদের সুরক্ষা দিতে পারবেন।