চোখে আঘাত লাগলেই কি পানির ঝাপটা দেওয়া ঠিক?

অনেক সময় শিশুদের চোখে অসাবধানতাবশত ধারালো বা সূক্ষ্ম বস্তু ঢুকে যেতে পারে বা এসবের আঘাত লাগতে পারে। এ সময় কী করা উচিত- এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. মাহবুব রহমান শাহীন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেলের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সূক্ষ্ম কোনো জিনিস বা প্যান্সিল নিয়ে খেলছিল। সেক্ষেত্রে দ্রুত করণীয় কী?
উত্তর : এটা আমরা প্রায়ই পাই। ব্যক্তিগত চেম্বারে প্রায়ই আসে। এসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে শিশুকে নিয়ে চক্ষু হাসপাতালে যেতে হবে।
প্রশ্ন : আমরা কিন্তু দেখি এমন আঘাতের সময় চোখে বারবার পানি দেওয়া হচ্ছে। এটি কতখানি ঠিক?
উত্তর : দুই ধরনের আঘাত। একটি হলো সূক্ষ্ম জিনিস। আরেকটি হলো অন্ধত্বের আঘাত। যেমন হয়তো একটি বল এসে পড়ল বা এমন একটি জিনিসের আঘাত লাগল যে কাটেনি। সেই ক্ষেত্রে একটু বরফের ছ্যাক অনেকে দিতে পারে। আরেকটি হলো সূক্ষ্ম কোনো জিনিস দিয়ে কেটে গেল, সেই ক্ষেত্রে কিন্তু পানি দেওয়া ঠিক হবে না। বরং সেটি কিন্তু আরো সংক্রমণের কারণ হয়ে যাবে। পানি না দিয়ে বরং চোখকে আটকে টিস্যু পেপার দিয়ে, সঙ্গে সঙ্গে চক্ষু হাসপাতালে নিয়ে যেতে হবে।