ছানির অস্ত্রোপচারে কোন লেন্স কেমন?

ছানির সার্জারিতে লেন্স ব্যবহার করা হয় পুনরায় ভালোভাবে দেখার জন্য। নরম লেন্স, শক্ত লেন্স দুই ধরনেরই রয়েছে। তবে কোন লেন্স কেমন এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯২তম পর্বে কথা বলেছেন ডা. আব্দুল মান্নান। বর্তমানে তিনি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : লেন্সের ক্ষেত্রে আপনারা বলেন কম দামি লেন্স বা বেশি দামি লেন্স। দামের এই পার্থক্যের কারণে পরের ফলাফলের কোনো পরিবর্তন হয় কি?
উত্তর : আসলে লেন্স বিভিন্ন জিনিস দিয়ে তৈরি। পলিমিথাইল মেথা এক্রোলিন দিয়ে যে লেন্সগুলো তৈরি হয়, সেগুলো শক্ত লেন্স। কাঁচের গ্লাস বা কাঁচের চশমা যেমন তেমন লেন্স, সেগুলো শক্ত, চোখে ইমপ্লেন্ট করার সময় বড় করে ইনসিশন দিতে হবে। দিয়ে লেন্সকে বসাতে হয়। আমি যেই হাসপাতালে আছি সেখানে প্রতি বছর ২০০ থেকে ২৫০ রোগীর বিনা পয়সায় চিকিৎসা করি। অনেক এনজিও আছে শক্ত লেন্স দিয়ে খুব কম পয়সার বিনামূল্যে চিকিৎসা করে দিচ্ছে। তবে লেন্সের গুণগত মানের ওপর যদি চিন্তা করেন তাহলে নরম লেন্স দিয়ে করা উচিত। এই সার্জারি এখন অনেক সহজ হয়ে গেছে নরম লেন্স আসার কারণে। লেন্স বসানোর পর রোগী দ্রুত তার সব কাজকর্মে ফিরে যেতে পারবে।