পিক্সেলে এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

ইমরুল কাওসার ইমন। তিনি বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর। যার নজিরবিহীন সাফল্য আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পিক্সেল’-এর হোমপেজে এনে দিয়েছে ‘BANGLADESH’ ট্যাগ। যার ফলে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের সম্মান বাড়ল বিশ্বব্যাপী। ইমন চলতি জুলাই মাসে পিক্সেলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করছেন; রয়েছেন এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়। প্ল্যাফর্মটির পরিসংখ্যান বলছে, ইমনের...