নীলফামারীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল

এসএসসি পরীক্ষায় নীলফামারীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। পাশাপাশি জেলার আরও পাঁচটি বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে একজন শিক্ষার্থীও পাস করেনি।
জানা গেছে, জলঢাকা উপজেলার ভাবনচুর দাখিল মাদ্রাসা ও ডিমলা উপজেলার শেখ ফজিলাতুনেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ৩ ও ৪ জন। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে শিক্ষা বিভাগ তদন্ত শুরু করেছে।
এছাড়া আরও পাঁচটি প্রতিষ্ঠানে একটি করে বিভাগে পাসের হার শূন্য। প্রতিষ্ঠানগুলো হলো- ছাতনাই কলোনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ, ডোমার মাল্টিলেটারাল উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ, বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ।
অভিভাবক আবুল কালাম বলেন, বছরের পর বছর ফল খারাপ হচ্ছে। সরকার যদি কঠোর পদক্ষেপ না নেয়, এখানকার শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে দুর্বল জায়গাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে দেওয়া যাবে না এবং ব্যর্থতার কারণ চিহ্নিত করে আগামী বছর থেকেই ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে।