আগামীবার ছেলেরাও সেরা হবে, প্রত্যাশা ভিকারুননিসা ছাত্রীর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এ বছরও পাসের হারে এগিয়ে ছাত্রীরা। আগামীবার ছেলেরাও সেরা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ভিকারুননিসা নূন স্কুলের একজন ছাত্রী। তিনি এবারের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ছাত্রীদের ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ পাস করেছে। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।
টানা ১০ বছর ছাত্রীরা ফলাফলে এগিয়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সামারা রশনি বলেন, ‘এমন অর্জনতো সব সময় ভালো লাগে। তবে ছেলেরা পিছিয়ে মেয়েরা এগিয়ে, কথাটা শুনতে কেমন যেন লাগে। আমি আশা করি, আগামীবার ছেলেরাও সেরা হবে।’
সামারা রশনি বলেন, গতকাল সারা রাত ঘুমাতে পারিনি, খাওয়া-দাওয়া বন্ধ। বাবা-মা, আত্মীয়-স্বজন, সবচেয়ে বেশি শিক্ষকদের প্রত্যাশা ছিল। আলহামদুলিল্লাহ সবার পাশাপাশি নিজেরও স্বপ্ন পূরণ হয়েছে। ভালো লাগছে।