এসএসসিতে বোর্ড সেরা ময়মনসিংহের বর্ণ

এসএসসি ২০২৫-এর প্রকাশিত ফলাফলে চমক দেখিয়েছেন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী বর্ণনা দাস বর্ণ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৮৯ নম্বর পেয়ে সে শুধু নিজ প্রতিষ্ঠানকেই নয় পুরো ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে গর্বিত করেছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীরা।
সহপাঠীরা জানায়, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাও বর্ণের শখ। ছোটবেলা থেকে এই প্রতিভার জন্য অনেক জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে পড়াশোনার সময় ছবি আঁকার জন্য আলাদা করে সময় দিত না। সময় পেলে যতটুকু পারতো ততটুকুই আঁকত।
বর্ণের বাবা বরুণ কুমার দাস আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দিত তিনি। তিনি বলেন, বর্ণ ছোট থেকেই মেধাবী। আমরা তাকে শুধু সঠিক পথে চলতে শিখিয়েছি। ওর এই ফলের পেছনে ওর নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই আসল কারণ।
বর্ণের মা সোনালী রানী সেন একজন গৃহিণী। মেয়ের এই সাফল্যে তিনি বলেন, বর্ণ পড়াশোনার বিষয়ে সবসময় সচেতন ছিল। ওর কোনো পড়া জমে থাকতে দেখিনি। ও যে এত ভালো ফল করবে আমরা আশা করেছিলাম। আজ সেই আশা পূরণ হয়েছে।
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ ফারুক মিঞা বলেন, বর্ণ খুবই শান্ত ও বিনয়ী স্বভাবের। পড়ার প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার এই সাফল্য আমাদের জন্য গর্বের।
নিজের অসাধারণ সাফল্যের পেছনের গল্প বলতে গিয়ে বর্ণ জানায়, তার এই ফলাফলের মূল চাবিকাঠি ছিল নিয়মিত পড়াশোনা। সে কোনোদিন পড়া জমিয়ে রাখেনি। প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করার চেষ্টা করত।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বর্ণ জানায়, সে একজন দেশসেরা ব্যাবসায়ী বিশ্লেষক হতে চায়। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, নীতি ও সম্ভাবনাগুলো বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরবে।