কিশোরগঞ্জে শতভাগ ফেল থেকে শতভাগ পাস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয় গত বছর এসএসসি পরীক্ষায় শূন্য পাসের হার নিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিল। ২০২৪ সালের পরীক্ষায় বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী সবাই অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা নেমে এসেছিল। তবে মাত্র এক বছরের ব্যবধানে দৃশ্যপট পাল্টে গেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়ের ৮ জন পরীক্ষার্থী সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে একজন পেয়েছে জিপিএ-৫।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ৬ জন বিজ্ঞান বিভাগ ও ২ জন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। সবাই উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, গতবারের ফলাফল আমাদের খুবই হতাশ করেছিল। কিন্তু সেই ব্যর্থতা থেকেই আমরা শিখেছি। শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছে। আল্লাহর রহমতে এবার শতভাগ পাসের পাশাপাশি একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, পূর্বের হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষকদের আরও আন্তরিকভাবে পাঠদান করার নির্দেশ দিয়েছিলাম। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করেছেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন। এরই ফল আজকের সাফল্য। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানাই।