পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় খোলা হয়েছে। এতে পাওয়া গেছে রেকর্ড ৩২ বস্তা টাকা।
প্রায় চার শতাধিক সদস্যের একটি দল, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা, স্থানীয় মাদরাসার শিক্ষার্থী টাকা গণনার কাজে অংশ নেয়। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলায় বাড়তি ৩টি টিনের ট্রাঙ্ক রাখা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এবার ৪ মাস ১৮ দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এতে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। তাই এবার ৩টি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছিল। আশা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।