কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি

শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে জেলা যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
চিঠিতে কিশোরগঞ্জ জেলা যুবদলের কতিপয় নেতার অপকর্মের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত না করায় শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ আনা হয়।
গত ২২ আগস্ট স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, চিঠিতে আমার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নেই। আমি চিঠির নির্দেশনা মোতাবেক যথা সময়ে কেন্দ্রীয় নেতাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাবদিহির প্রস্তুতি নিচ্ছি।
এর আগে গত ২২ আগস্ট সদর উপজেলার বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।