ফেসবুকে শিক্ষকদের সমালোচনা, জাবির ৭০ শিক্ষার্থীকে শোকজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষকদের সমালোচনা করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭০ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই ৭০ শিক্ষার্থীকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে বিভাগের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, BGEians Democrat নামে একটি পেজে বিভাগীয় বিভিন্ন বিষয়ে অশালীন, অসম্মানজনক, আপত্তিকর ট্রলিং ও মন্তব্য প্রকাশ পাওয়ায় বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এই পেজে সংশ্লিষ্টতা থাকায় অধিকতর তদন্তের জন্য ওই ৭০ শিক্ষার্থীকে ডাকা হয়েছে।
তবে ফেসবুক পেজটিতে শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের সমালোচনা করা হয়েছে, সে সম্পর্কে কিছুই বলতে রাজি হননি বিভাগটির শিক্ষকরা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, পেজটিতে শিক্ষকরা পড়াতে পারেন না। গুগল থেকে স্লাইড ডাউনলোড করে ক্লাসে পড়ান। সিলেবাসের বাইরের বিষয়, যেগুলা স্যাররা পারেন শুধু সেগুলোই পড়ান—এমন সমালোচনা ছিল। পেজটি যে শিক্ষার্থীরা চালাতেন এবং যাঁরা যাঁরা পেজে প্রকাশিত বিভিন্ন পোস্টে লাইক দিয়েছেন, মন্তব্য করেছেন তাঁদের সবাইকে ডাকা হয়েছে। বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ দিয়ে পেজটির অ্যাডমিনদের শনাক্ত করা হয়। বর্তমানে পেজটি বন্ধ আছে।
এদিকে, অনিবার্য কারণ দেখিয়ে বিভাগটির ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার ও আগামী ৮ তারিখের এবং ৪৩তম ব্যাচের আজ ও ৭ তারিখের পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তদন্তের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরিফ হোসেন বলেন, ‘এটা একান্তই বিভাগের অভ্যন্তরীণ বিষয়। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, এ জন্যই তাঁদের ডাকা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটি থেকেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’