মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ফরিদপুর মেডিকেলে বিক্ষোভ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে পিটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ী হত্যাকে হত্যার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কোনো দল নেই। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানেই। সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দল। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজিকে কখনও প্রশ্রয় দেব না। কোনোভাবেই বাংলাদেশে সন্ত্রাসবাদ কায়েম হতে দেব না।’
শিক্ষার্থীরা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন এবং সারাদেশে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।