ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অংশ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে অংশ নিতে এসে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রখর রোদে অজ্ঞান হয়ে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। নিহত হাবিবুর রহমান হবি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।
ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিহতের স্বজন আবু সাইদ মুন্সি জানান, হাবিবুর রহমান হবি আন্দোলনে অংশ নিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রচণ্ড রোদে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, তিনি মুদি দোকানদার ছিলেন। দোকান করার সময়ই তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে তালিকা প্রকাশের পর থেকেই স্থানীয়রা ক্ষোভ প্রকাশ ও অবরোধ শুরু করেন। এরপর থেকে দফায় দফায় মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে।