ব্রয়লার মুরগি ও কাঁচা মরিচের দাম বেড়েছে

ঈদের পরে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক হলেও এখন ফের বেড়েছে। এছাড়া বাজারে কাঁচা মরিচের দামও চড়া।
আজ শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কাওরানবাজার, হাতিরপুল, মিরপুর, যাত্রাবাড়ীসহ একাধিক বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
কাওরানবাজারের মুরগির আড়তে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫–১৭০ টাকা কেজিতে। গত সপ্তাহে ছিল ১৪৫–১৫০ টাকার মধ্যে। সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মাংসের দোকানে দেখা গেছে, প্রতিকেজি গরুর মাংস ৭৫০-৮০০, খাসির মাংস ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারে গিয়ে দেখো গেছে, প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, প্রতিকেজি টমেটো ৯০-১২০ টাকায়, বেগুন ৯০-১০০ টাকায়, করলা ৮০ টাকায়, পটল-ঝিঙে-ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, কচুরমুখি ৮০-১০০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, সজনেডাটা ১২০-১৪০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচকলা ৩০-৪০ টাকা হালি, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫-৬০ টাকা, দেশি আদা ১৩০-১৫০ টাকা, দেশি রসুন ১২০-১৫০ টাকা, আমদানি করা রসুন ১৯০-২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটাদানা) ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে দেখা গেছে, রুই ও কাতল কেজিতে বিক্রি হচ্ছে ৩০০–৩৪০ টাকায়,পাবদা ৩৫০–৪০০ টাকায়, চিংড়ি ৬৫০–৭০০ টাকায়, টেংরা ৬০০–৭০০ টাকায়, শিং ৪০০–৪৫০ টাকায়, কৈ মাছ ২০০–২২০ টাকায় এবং তেলাপিয়া–পাঙাস পাওয়া যাচ্ছে ১৮০–২০০ টাকায়। দেশি শিং ও কৈ মাছ ১২০০ ও ১০০০ টাকা, চিংড়ি ৮০০-১২০০ টাকায় এবং ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৪০০ টাকায়।