দেশের দুর্বল ব্যাংকগুলো সবল করতে কাজ চলছে : অর্থ উপদেষ্টা

গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতের বড় ধরনের সংস্কার প্রয়োজন। দেশের দুর্বল ব্যাংকগুলো সবল করতে কাজ চলছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
অনুষ্ঠানে এবার বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল থেকে মোট ২১ জন রিপোর্টারকে পুরস্কার দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, উদ্যোক্তাদের ঋণ পেতে এখনও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু তাদের ঋণ পরিশোধের হার অনেক ভালো। ব্যাংকগুলো এখানে সহযোগিতা করতে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি।
এসএমইতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, প্রযুক্তির যুগে হাতুড়ি-বাটালের দিন উঠে গেছে। উদ্যোক্তাদেরও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের এই খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসএমই প্রকল্পে নারীদের অংশগ্রহণ কমেছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, নারীরা শুধু দক্ষই নয়, তারা অনেক সময় বেটার ম্যানেজ করে। তাই নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নেগেটিভ রিপোর্ট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখতে হবে। নেগেটিভ রিপোর্ট আমাদের বেকায়দায় ফেলে দেয়। এনবিআরের ক্ষেত্রেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অর্থের অপচয় রোধ করতেই হবে।