অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হলো না এনবিআর কর্মকর্তাদের

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রোববার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
এনবিআর কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে ‘করুক’ জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজ এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
এদিক আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী ১ জুলাই তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তাও হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
এর আগে, এনবিআরে চলমান সংকট নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে আজ বিকেল ৪টায় সচিবালয়ে আলোচনায় বসছেন সংগঠনের আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা, এমনটি জানিয়েছিলেন অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে এনবিআর ভবনের মূল গেটের সামনে তিনি বলেন, আজকের আলোচনা হবে মূলত এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের অপসারণ নিয়ে। আলোচনায় গুরুত্ব পাবে কর্মকর্তা–কর্মচারীদের বদলি ও দমন নিপীড়ন বন্ধের বিষয়টি। এছাড়া আলোচনা হবে এনবিআরের সংস্কার নিয়েও।
মির্জা আশিক রানা আরও বলেন, বিকেলের আলোচনায় ১০ জন কর কর্মকর্তা ও ১০ জন শুল্ক কর্মকর্তা থাকবেন। আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিন্তু সেই বৈঠক হবে না বলে জানান অর্থ উপদেষ্টা।
এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের অপসারণ দাবিতে গতকালের মতো আজ সকাল থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। এতে আজও এনবিআরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আগারগাঁওয়ে আজ রাজস্ব ভবনের সামনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় রাজস্ব ভবনে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় আছে। রাজস্ব ভবনের তিনটি গেট বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে খুব জরুরি প্রয়োজনে পাশে পকেট গেট দিয়ে অনেকে যাতায়াত করছেন। গতকালের মতো আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা কাজ করছেন না।
আজও এনিআরের বাইরে আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীদের কণ্ঠে বিভিন্ন স্লোগান ও হাতে লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। প্ল্যাকার্ডে লেখা রয়েছে- অবিলম্বে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ চাই, আব্দুর রহমান খানকে চেয়ারম্যান রেখে কোনো আলোচনা নয়, রাষ্ট্রের স্বার্থে এনবিআর বিলুপ্তি রোধে ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে আমাদের কর্মসূচি বানচাল করতে বিভিন্নভাবে মিথ্যাচার করছেন। দাবি মেনে না নেওয়ায় পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সারাদেশের কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের রাজস্ব আদায় ও সেবা প্রদান বন্ধ রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় এসেছেন।
যদিও এনবিআর থেকে গত শুক্রবার নির্দেশনা দেওয়া হয়, নিজ নিজ দপ্তরে অবস্থান করে সেবা প্রদান ও রাজস্ব আদায় করার। এছাড়া বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত না থাকলে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।