তিন বাহিনীর বঞ্চনার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনায় কমিটি

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত অফিসারদের আবেদন পর্যালোচনা করে যথাযথ সুপারিশ পেশের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুর ইসলামের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সুপারিশ পেশের জন্য গঠন করা এই কমিটির সভাপতি হিসেবে কাজ করবেন। নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছেন সাতজন সদস্য ও একজন সদস্য-সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনাসদর, সামরিক সচিব বা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে যেকোনো চাকুররত বা সশস্ত্র বাহিনীর অবসারপ্রাপ্ত অফিসারকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি ভুক্তভোগী অফিসারদের আবেদন পেশের সময়সীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে। এতে আগামী দুই মাসের মধ্যে প্রাপ্ত প্রতিটি আবেদন পর্যালোচনা করে বিধিসম্মত সুপারিশ প্রণয়ন করতে কমিটিকে সময় বেঁধে দেওয়া হয়।