পদত্যাগপত্র জমা দিলেন সিএসইর এমডি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের কাছে আজ সোমবার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল মারূফ মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএসইর চেয়ারম্যান ড. মুহাম্মাদ আবদুল মজিদ।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিএসইর চেয়ারম্যান বলেন, ‘হ্যাঁ তিনি (ওয়ালি-উল মারূফ মতিন) পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। এর বেশি কিছু বলতে পারব না। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
ওয়ালি-উল মারূফ মতিন কেন পদত্যাগ করতে চাইছেন—জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি সিএসইর চেয়ারম্যান।
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মারূফ মতিনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সিএসইর পরিচালনা পর্ষদ নাকচ করে দেয়।
এ ব্যাপারে জানতে ওয়ালি-উল মারূফ মতিনকে ফোন দেওয়া হলেও কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।