উভয় বাজারে লেনদেন বেড়েছে

দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৯ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ২৬ শতাংশ। দুই শেয়ারবাজারেই সব ধরনের সূচক বেড়েছে।
ডিএসইতে আজ দিনের শুরু থেকে ক্রয়চাপে সূচক ঊর্ধ্বমুখী হলেও বেলা ১১টায় বড় ধরনের বিক্রির চাপে সূচক কমতে থাকে। দুই ঘণ্টায় লেনদেন হয় ২০৮ কোটি ৬১ লাখ টাকা। বেলা সাড়ে ১২টায় ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৫২২.৮৫ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসই প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৫২৭.৪১ পয়েন্ট। আজ ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট ও শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৭৮টির ও অপরিবর্তিত ছিল ৪৭টির দাম।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১০ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত ছিল ২৯টির।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ইউনাইডেট এয়ার, খুলনা পাওয়ার, ফ্যামিলিটেক্স, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, মবিল যমুনা ও স্কয়ার ফার্মা।
বেশি দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, আরএন স্পিনিং, প্রাইম লাইফ, আলহাজ টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, দেশ গার্মেন্টস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, আইসিবি প্রথম এনআরবি ও অ্যাপোলো ইস্পাত।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো - সাভার রিফ্র্যাক্টরিজ, সপ্তম আইসিবি, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, দ্বিতীয় আইসিবি, দুলামিয়া কটন, মেঘনা পিইটি, স্ট্যান্ডার্ড সিরামিকস ও রহিমা ফুড।