আর হাসবেন না আব্দুল হাদী

মুখে সবসময় হাসি লেগেই থাকত। ক্রীড়াঙ্গনেও বেশ পরিচিত মুখ ক্রিকেট কোচ আব্দুল হাদী রতন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় দলেরও কোচিং করানোর অভিজ্ঞতা ছিল তাঁর। সবার সেই প্রিয় মুখ রতন আর নেই। আজ বুধবার ভোরে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন আব্দুল হাদী। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় আনার পথে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক এই সহকারী কোচ। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আব্দুল হাদী ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচও। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির হয়ে তৃণমূল পর্যায়েও কোচিং করিয়েছেন তিনি। এক মৌসুম তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডেরও কোচ ছিলেন।
প্রথম বিভাগ ক্রিকেট লিগে আব্দুল হাদী রূপালী ব্যাংক ও সাধারণ বিমার হয়ে খেলেছেন। তখন অবশ্য প্রিমিয়ার লিগ ছিল না।