বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে সারিয়াকান্দি-বগুড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) ও সিএনজি চালিত অটোরিকশাচালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন- বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিলুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাঁঠালতলা নামক স্থানে সারিয়াকান্দি-বগুড়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিচালক শুকুর আলী মারা যান। এ ঘটনায় আহত হন আরও চারজন। পরে আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর আহত মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে চিকিৎসাধীন।