নাটোরে ট্রাকচাপায় অ্যাগ্রো কোম্পানির কর্মকর্তা নিহত

নাটোরে ট্রাকচাপায় দিদারুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি অ্যাগ্রো কোম্পানিতে কর্মরত ছিলেন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা নাটোর-রাজশাহী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শ্রমিকেরা জানান, বাইসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন দিদারুল। একডালা মোড়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই খবর ছড়িয়ে পড়লে সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এর ফলে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে চালক আটকের বিষয়টি নিশ্চিত করা হলে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।